অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।শনিবার সকালে আটকে রাখা অরুণাচলের পাঁচ বাসিন্দাকে ভারতের হাতে ফিরিয়ে দিল চিন। এদিন সকালে চিনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ওই পাঁচ গ্রামবাসীকে ভারতের হাতে তুলে দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।শুক্রবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, শনিবারই অরুণাচলের পাঁচ বাসিন্দাকে ভারতীয় সেনার হাতে তুলে দেবে চিন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, যে কোনও সময়ে চিন এই পাঁচজনকে ফিরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত শনিবার সকালেই ওই পাঁচ গ্রামবাসীকে ফিরিয়ে দেয় চিন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো, হয়েছে চিন সীমান্তের অন্তর্গত এলাকার মধ্যেই অরুণাচলের ওই পাঁচ গ্রামবাসীকে প্রত্যর্পণ করা হয়। সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে অরুণাচলে প্রবেশ করতে সেনাবাহিনীর সদস্য এবং ওই পাঁচ গ্রামবাসীর প্রায় এক ঘণ্টা সময় লাগে।?
উল্লেখ্য, গত সপ্তাহে সাত যুবক ভারত-চিন সীমান্ত সংলগ্ন জঙ্গলে শিকার করতে গিয়েছিল। সে সময় ওই যুবকদের তুলে নিয়ে যায় চিন। সাতজনের মধ্যে দুই যুবক কোনও রকমে লালফৌজের হাত ফসকে দেশে ফিরে আসে। তারাই গোটা ঘটনাটি সেনাবাহিনীকে জানায়।প্রথমদিকে ভারত দাবি করলেও চিন পরিষ্কার জানিয়েছিল, তারা অরুণাচলের কোনও গ্রামবাসীকে আটকে রাখেনি। তাই অরুণাচলের কাউকে ফেরত পাঠানোর প্রশ্নই ওঠে না।
এরপর ভারত ক্রমাগত চিনের উপর চাপ বাড়িয়ে চলে। শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর বেজিং স্বীকার করে নেয় ,পাঁচ অরুণাচলীকে আটকে রাখার কথা। এরপরই ভারতীয় সেনার শীর্ষ কর্তারা হটলাইনে চিনের সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন। তার পরই জানানো হয়, ওই পাঁচ গ্রামবাসীকে ভারতে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হচ্ছে। শেষ পর্যন্ত শনিবার সকালে ওই পাঁচজনকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়।কেন্দ্র।