স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। আগামী ১৭ সেপ্টেম্বর দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। করোনা আবহে ত্রিপুরা ই রিক্সা শ্রমিকদের কথা মাথায় রেখে ত্রিপুরায় রিক্সা শ্রমিক সমিতি বিনা চাঁদায় স্বল্প বাজেটে অনুষ্ঠিত করতে চলেছে বিশ্বকর্মা পূজা। রাজ্যের বিভিন্ন মোটরস্ট্যান্ড গুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে দেবী শিল্পীর পূজা।
পাশাপাশি সব ধরনের সরকারি নির্দেশিকা মেনে হবে পুজো। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির সভাপতি ইমাম হোসেন। তিনি আরো জানান, আসন্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষে কোন শ্রমিকের কাছ থেকেই চাঁদা সংগ্রহ করা হবে না।
যদি কেউ সংগঠনের নাম করে চাঁদা সংগ্রহ করতে চায় তাহলে অবশ্যই সংগঠনকে অবগত করার আহ্বান জানান। সেই ভুয়া চাঁদা সংগ্রহ কারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।