স্টাফ রিপোর্টার, বক্সনগর, ১২ সেপ্টেম্বর।। অভিনব পদ্ধতিতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আর্থিক সচ্ছলতার পথ বেচে নিয়েছেন বক্সনগর আর.ডি.ব্লকের অন্তর্গত কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাঘুয়া নগর গ্রামের এক যুবক। সেই যুবকের নাম মোহাম্মদ জিলানী।
সে জানায় অনেক দিন বিদেশে থাকার পর বাড়ীতে ফিরে এসে এদিক ওদিক ঘুরে ফিরে সময় নষ্ট না করে নিজের উদ্যোগে কিছু করার জন্য চেষ্টা শুরু করে। ঠিক তখন সে ফেইসবুক এই পদ্ধতি দেখতে পেয়ে তার আগ্রহ হয়। তার এই আগ্রহ থেকে সে প্রথমে একটি ছোট ট্যান্কে কৈ মাছ চাষ শুরু করে।
এই কই মাছ চাষ করে কিছু লাভ দেখতে পেয়ে, সে ১০ হাজার লিটার ট্যাংকের মধ্যে তেলিপোয়া মাছ চাষ শুরু করেছে। এদিন জিলানী জানায় বায়োফ্লকে পদ্বতিতে মাছ চাষে প্রতি ১৫ থেকে ২০দিন অন্তর মাছ বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যায়।