স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এলাকায় এক মহিলাকে বিয়ের এক বছরের মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিতা গৃহবধূ এ ব্যাপারে থানায় এসে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীর নাম স্বপন নমঃশূদ্র। নির্যাতিতা জানান তার একটি সন্তান রয়েছে। শিশু সন্তানটিকে পর্যন্ত ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
যুবতীটি জানায় তার শাশুড়ি এবং স্বামী তার ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে। গত দুমাস ধরে আমি বাড়ি থেকে অন্যত্র চলে গেছে। স্বামী আরো একটি বিয়ে করার চক্রান্ত করছে বলে জানিয়েছে।আগরতলা পর্ব মহিলা থানার পুলিশ জানিয়েছে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।মহিলা এবং শিশু যাতে নিয়মিত খাবার দাবার পায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্যাতিতা গৃহবধূ জনিয়েছে ভালোবেসে স্বপন নমসুদ্র সঙ্গে তার বিয়ে হয়েছিল।ভালোবেসে বিয়ে করার যে এই চরম উন্নতি ঘটবে সে স্বপ্নেও ভাবতে পারেনি বলে পুলিশের কাছে জানিয়েছে।