রূপাইছড়িতে আক্রান্ত সিপিএম সমর্থকদের বাড়িতে মানিক সরকার

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১১ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়ি ব্লকের ফার্ম টিলায় আক্রান্ত সিপিআইএম সমর্থকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক উচ্চপদস্থ প্রতিনিধিদল।গত ২৬ আগস্ট গরিব লোকের সামনে ১৬ দফা দাবিতে আন্দোলন করতে গেলে তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছিল। আক্রমণে পাঁচজন সিপিআইএম সমর্থক গুরুতরভাবে আহত হয়েছিলেন। আহতদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহতদের মধ্যে ফার্ম টিলার দীনেশ দেব সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল ফান্ত সিপিআইএম কর্মীরা দেবের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

আহত সিপিআইএম কর্মীরা দীনেশ দেব সহ অন্যান্যদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।সফরকালে বিরোধী দলনেতা মানিক সরকার এ ধরনের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।বিরোধী দলনেতা বলেন সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরায় আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন।অনেক নেতাকর্মী ও সমর্থকের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হুজ্জোতি সংগঠিত করেছে শাসক দলের দুর্বৃত্তরা ।

এভাবে হামলা হুজ্জোতি সংগঠিত করে সিপিআইএমের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করে রাজ্যে কোন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। দমন-পীড়ন নীতি এবং হামলা হুজ্জোতি সংগঠিত করে বিরোধীদের আন্দোলন স্তব্ধ করা চেষ্টা কোনদিনই সফল হবেনা বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হলে শাসকদলের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করা হবে বলে জানানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?