স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১১ সেপ্টেম্বর।।বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অভিযোগে বন্ধন কর্মীকে আটক করল এলাকার জনগণ । তীব্র উত্তেজনা গ্রাহকদের মধ্যে। ঘটনা বিশালগড় মহকুমার গকুল নগর এলাকায় । গ্রাহকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে । গ্রাহকদের কাছ থেকে কোনো সই ছাড়াই এই টাকা কাটা হচ্ছে। আরো অভিযোগ বন্ধন গ্রুপ এর মধ্যে টাকা কাটার বিষয়ে জানতে চাইলে গ্রাহকদের বলা হচ্ছে অফিসে গিয়ে কথা বলতে । তারপর অফিসে গেলে অফিস থেকে বলা হচ্ছে গ্রুপের মধ্যে কথা বলতে। এরকমভাবে হয়রানি করা হচ্ছে বলে বন্ধন গ্রাহকদের অভিযোগ।
এমন অবস্থায় শুক্রবার সকালে গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় । খবর পেয়ে ছুটে যায় সংবাদকর্মীরা। সেখানে গিয়ে দেখা যায় সরকারের নির্দেশিকাকে উপেক্ষা করে গ্রুপের মধ্যে প্রায় 25 জন ঋণগ্রহীতাদের নিয়ে সভা করছে কোনরকম সোশ্যাল ডিসটেন্স মেন্টেইন না করে। এরমধ্যে কয়েকজন ঋণগ্রহীতা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে গ্রুপের মধ্যে । নেই মুখে মাক্স , নেই সেনিটাইজার এর ব্যবস্থা । একাংশ ঋণগ্রহীতা জানান বর্তমান করোনা আবহে তাদের রুজি রোজগার তেমন একটা নেই। যতটুক সম্ভব তারা বন্ধন এর কিস্তি জোগাড় করে গ্রুপের মধ্যে আসলে ফুল কিস্তি দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন অবস্থায় এখন তাদের সংসার চালানোর দায় হয়ে পড়েছে।