স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে এই সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে সকল সরকারী নির্দেশিকা মেনে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির একজন করে অভিভাবককে নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলনে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ।
তিনি জানান করোনা পরিস্থিতিতে বিদ্যালয় গুলি বন্ধ। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে একটি গ্রুফ করা হয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সেই গ্রুফ গুলিতে কিছু অপ্রত্যাশিত ছবি দিয়ে দিচ্ছে কিছু কিছু লোক। এতে করে বিপথে পরিচালিত হতে পারে ছাত্র-ছাত্রীরা। তাই এই বিষয়ে অভিভাবকদের সচেতন করতে এই সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়েছে। যতক্ষণ অনলাইন ক্লাস চলবে ততক্ষণ অভিভাবকদের ছাত্র-ছাত্রীদের সাথে থাকার জন্য আহ্বান জানান তিনি।