স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ সেপ্টেম্বর।। করোনা সংক্রমণ মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরকে আরও বেশি করে চিকিৎসা পরিষেবার প্রতি নজরদারি রাখতে হবে৷ জেলার হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারগুলি পরিস্কার রাখা, করোনা রোগীরা কেয়ার সেন্টারগুলিতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কিনা, রোগীদের খাবার সঠিকভাবে মিলছে কিনা সে বিষয়ে নজর দিতে হবে৷ আজ উদয়পুরে গোমতী জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে কোভিড-১৯ নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, কোভিড রোগীদের চিকিৎসার জন্য যে সমস্ত কল সেন্টার খোলা হয়েছে সেগুলি দিনরাত খোলা রাখতে হবে৷ যারা ফোন করছেন সংশ্লিষ্ট সেই রোগীর শ্বাসকষ্ট রয়েছে কিনা, জ্বর আছে কিনা, বয়স কত, অন্য কোন উপসর্গ রয়েছে কিনা তা জেনে নিতে হবে যাতে দ্রততার সাথে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, কোভিড কেয়ার সেন্টারে রেখেই রোগীদের সুুস্থ করে বাড়িতে পাঠাতে হবে৷ শুধুমাত্র সংকটজনক রোগীদেরকে আগরতলা জিবি হাসপাতালে পাঠাতে হবে৷ হোম আইসোলেশনে থাকা পরিবারের জন্য রাজ্য সরকারের বরাদ্দকৃত ১,৫০০ টাকা অথবা সমপরিমাণ অর্থের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
সভায় জেলায় কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলা সহ চিকিৎসা পরিষেবার যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন৷ কোভিড কেয়ার সেন্টারের কি পরিকাঠামো রয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন এবং যে পরিকাঠামো রয়েছে তা সঠিকভাবে কাজে লাগানোর জন্য গোমতী জেলা হাসপাতালে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দূর করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ সভায় গোমতী জেলার জেলাশাসক ড. টি কে দেবনাথ কোভিড-১৯ পরিস্থিতির মোকাবিলায় শুরু থেকে এখন পর্যন্ত জেলার চিত্র ও প্রশাসনের কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন৷
সভায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও আলোচনায় অংশ গ্রহণ করেন৷ সভায় গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নিরুমোহন জমাতিয়া জেলার করোনা রোগ প্রতিরোধ সম্পর্কে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন৷ সভায় গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, এস ডি এম ও, মহকুমা শাসক প্রমুখ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন৷ কোভিড কেয়ার সেন্টারে রোগীদের সঙ্গে চিকিৎসার পরিষেবা ও তাদের থাকা খাওয়া সম্পর্কে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী৷ তিনি সেন্টারে কর্মরত চিকিৎসক ও নার্সদের সাথেও কথা বলেন৷