অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।।ব্রিটেনের পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা’র ট্রায়াল স্থগিত রাখল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হওয়ার সময় স্বেচ্ছাসেবকের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্রিটেনে ট্রায়াল বন্ধ করে রাখা হয়। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে ভারতে এই টিকার ট্রায়াল চালু রাখা নিয়ে।
বুধবার রাতে এই প্রতিষেধকের ট্রায়াল বন্ধ নিয়ে সেরাম ইনস্টিটউট অফ ইন্ডিয়াকে শোকজ নোটিস পাঠায় কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।বৃহস্পতিবার ঘটনার প্রেক্ষিতে টুইট করে সেরাম ইনস্টিটিউট। তারা জানায়, সরকারি নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র না মেলা পর্যন্ত এই এই ভ্যাকসিনের ট্রায়াল আর শুরু করা হবে না।
ড্রাগ কন্ট্রোল এবং স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে আপাতত ট্রায়াল বন্ধ রাখা হ’ল। উল্লেখ্য, সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি নিয়েই দেশের মাটিতে এই ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে সেরাম। দেশের মোট ২০টি জায়গায় ১৬০০ মানুষের উপর এই ট্রায়ালের প্রক্রিয়া শুরুও হয়েছিল।