স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। টিএসআর ১১ নং বাহিনীর কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা বিরুদ্ধে অমানবিক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন বাহিনীরই এক জওয়ান। ঘটনার বিবরণে জানা যায় টিএসআর ১১ নং বাহিনীর জওয়ান বাবুল মালাকারের স্ত্রী দীর্ঘদিন আগে মারা যান। পরবর্তী সময় বাহিনীর পক্ষ থেকে ওনাকে পোস্টিং দেওয়া হয় পালাটানায়। তখন তিনি বাহিনীর কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা-র নিকট অনুরোধ জানান ওনাকে গোকুলনগরস্থিত বাহিনীর সদর দপ্তরে রাখার জন্য। কারন বাহিনীর সদর দপ্তরে থাকলে তিনি নিজের ছোট মেয়েটির দেখা শুনাও করতে পারবেন। অভিযোগ অমরজিৎ দেববর্মা ওনার কথায় কর্ণপাতও করেননি।
কিছুদিন পর ওনাকে পালাটানা থেকে আবার গোকুলনগরস্থিত বাহিনীর সদর দপ্তরে নিয়ে আসা হয়। অভিযোগ গোকুলনগরস্থিত বাহিনীর সদর দপ্তরে আসার পর ওনার উপর মানসিকভাবে অত্যাচার চালানো হচ্ছে। বাবুল মালাকার জানান ডিউটি শেষ করার পর রাস্তায় বের হলে বাহিনীর কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ওনাকে নানান ভাবে মানসিক নির্যাতন চালায়।