পাঁচ মাস ঘরবন্দি, কল্পনাও করতে পারেননি আবার মাঠে ফেরা সম্ভব হবে

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। করোনা অতিমারির কারণে পাঁচ মাস ঘরবন্দি। কল্পনাও করতে পারেননি, আবার মাঠে ফেরা সম্ভব হবে। কিন্তু সেই সংশয়কে দূরে সরিয়ে ফিরেছে ক্রিকেট। আমিরশাহিতে আয়োজিত হতে চলেছে আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্স দলের পেসার যশপ্রীত বুমরা জানালেন, লকডাউনে অনুভব করেছেন, তিনি ক্রিকেটকে কতটা ভালবাসেন।ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বুমরা বলেছেন, “সেভাবে দেখতে গেলে ২০১৩ সালের পরে এতটা সময় বাড়ির লোকের সঙ্গে সময় কাটানোর সুযোগই পাইনি। ফলে মা এবং অন্যান্যদের সঙ্গে পুরো সময় কাটাতে পেরে খুব আনন্দ পেয়েছি।

নিজেদের নতুন বাড়িতে উঠে গিয়েছি। সেখানেও সব কিছু সাজিয়ে তোলার ব্যস্ততা ছিল। কিন্তু তার মধ্যে টানা ঘরের মধ্যে থাকতে থাকতে এটাও উপলব্ধি করেছি, ক্রিকেট খেলাটা আমার কাছে কতটা প্রিয় এবং তার সঙ্গে যোগ বন্ধ হয়ে যাওয়ায় আমি কতটা বিষণ্ণ হয়ে পড়েছি।”তবে তারই মধ্যে নিয়মিত চালিয়ে গিয়েছেন ফিটনেস ট্রেনিং। নিজের নতুন বাড়িতেই ব্যক্তিগত ট্রেনিংয়ের জায়গা তৈরি করেছেন। সেখানেই চলেছে নিয়মিত শারীরচর্চা। বুমরা বলেছেন, “আমি ভোরবেলায় ট্রেনিং সেরে নিতাম। বিকালের দিকে সময় পেলে বাড়ির বাইরের রাস্তায় দৌড়েছি। শরীরের সঙ্গে মনকেও ঠিক রাখতে হলে এই চর্চার খুবই প্রয়োজন।

এবং আমি মনে করি, পেশাদার খেলোয়াড়দের মানসিক সুস্থতা ধরে রাখাটা সবচেয়ে জরুরি বিষয়। সেটা না থাকলে অজানা, প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। আইপিএলের শিবিরে যোগ দেওয়ার পরে সেই বিষয়টির উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আমাদের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে খেলতে হবে, যা নিয়ে আমাদের কোনও ধারণাই নেই। ফলে মানসিক সুস্থতা না থাকলে মাঠে নেমে কিছুতেই ভাল ক্রিকেট খেলা সম্ভব নয়।”মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়েও প্রশ্ন উঠেছে। বুমরা বলেছেন, “ধোনি ভাই নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে তো কারও কিছু বলার থাকতে পারে না।

তবে ২০১৬ সালে আমার অভিষেকের সময় মাহি ভাই ছিল অধিনায়ক। সবচেয়ে মজার কথা ছিল, তার আগে ধোনি ভাই আমাকে কোথাও সেভাবে বোলিংও করতে দেখেনি। কিন্তু অগাধ বিশ্বাস রেখেছিল আমার উপরে। এও বলেছিল যে, আমি আর একটু আগে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে দল আরও অনেক বেশি সিরিজ জিততে পারত। অভিষেকে একজন নবাগতকে তার ক্যাপ্টেন এভাবে ভরসা দিচ্ছে, তার চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?