ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ১০ লক্ষ একরেরও বেশি জমি ভস্মীভূত

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। দাবানলের তীব্রতায় স্যাকরামেন্টোর উত্তরে বিস্ফোরণের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে গ্রাস করেছে দাবানল। তবে তার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে পরিবেশ। আগুনের ধোঁয়া, ছাইয়ে ভরে গেছে আকাশ। গোটা আকাশে লালচে-কমলা রঙ। যেন আগুনের হল্কা ছুটছে আকাশে। আগুনের গ্রাসে জ্বলছে ক্যালিফোর্নিয়া। ৭২ ঘণ্টায় প্রায় ১১ হাজার বজ্রপাতে জঙ্গলের পর জঙ্গল আগুন ধরে গিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। তাতে ১০ লক্ষ একরেরও বেশি জমি ভস্মীভূত। ধ্বংস হয়ে গিয়েছে ৩৬,০০০-এরও বেশি নির্মাণ। পাঁচ লক্ষ একর অঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৭০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। আহত বহু। অন্যদিকে আকাশের লালচে-কমলা রঙ। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বিশেষজ্ঞরা বলছেন, আকাশের নীল রঙ হয় সূর্যের রশ্মি প্রতিফলনের কারণেই। ক্যালিফোর্নিয়ার আকাশজুড়ে এখন পোড়া ছাই আর আগুনের ফুলকি ভরে গেছে।

এর মধ্যে দিয়েই সূর্যের রশ্মির প্রতিফলনে এমন রঙের বদল হয়েছে। বিধ্বংসী চেহারা নিয়েছে। পরিস্থিতি দেখে ‘বিপর্যয়’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু এই রাজ্যটিতেই নয়, জলবায়ুর বদল ভয়ঙ্কর চেহারা নিয়ে নেমে আসছে বিশ্বের সর্বত্রই। দাবানলের আঁচে পুড়ে ছাই উত্তর সাইবেরিয়া, উত্তর স্ক্যান্ডিনেভিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড, মেরুপ্রদেশের একটা বিশাল অংশ। ব্রিটেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানিকে পুড়িয়ে তাপপ্রবাহ এগিয়ে চলেছে মেরুপ্রদেশের দিকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?