স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে ফের দুসাহসিক চুরির ঘটনা ঘটেছে।ঘটনার বিবরণে জানা যায় বটতলা বাজার এর একটি ইলেকট্রনিক্সের দোকানে গতকাল রাতে শাটার কেটে চোরের দল ভিতরে ঢুকে প্রচুর পরিমাণ জিনিসপত্র দিয়ে যায়।বৃহস্পতিবার সকালে অন্যান্য দোকান মালিকরা এসে দোকানের শাটার বাংলাদেশ দোকান মালিক কে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন দোকানের মালিক।তিনি এসে দেখেন দোকানের শাটার কেটে চোরের দল ভিতরে ঢুকে দুই লক্ষাধিক টাকার চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বটতলা আউট প্রশ্নের পুলিশ এবং পশ্চিম থানার পুলিশকে জানান।
খবর পেয়ে বটতলা আউটপোস্ট এবং পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চুরের কোন হাদিস পায়নি পুলিশ।কারফিউ চলাকালে রাজধানী আগরতলা শহরের বটতলা বাজার সহ বিভিন্ন এলাকায় এ ধরনের শরীর ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।লকডাউন এবং কারফিউ চলাকালে কিভাবে রাজধানীর নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তা নিয়ে জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রাজধানী আগরতলা শহরের পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে।পুলিশি টহল এর দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে চোরের দল এই সব চোরের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ।রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।