অনলাইন ডেস্ক, ৯ সেপ্টেম্বর।। নরেন্দ্র মোদি সরকার সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযান শুরু করেছে। এবার সরকারের সিদ্ধান্তের বলি হতে চলেছে ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি। মঙ্গলবার এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করে চলেছেন। এর আগে বেকার সমস্যা, আর্থিক মন্দা, জিডিপি, বিদেশনীতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত একটি খবর নিজের টুইটারে শেয়ার করেন রাহুল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে সরকার, নিজের ভাগে থাকা এলআইসির ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে। কেন্দ্রের বৃহত্তর বিকেন্দ্রীকরণ বা বেসরকারিকরণ নীতির অঙ্গ হিসেবেই এই কাজ করা হবে। এরপরই রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার সরকারি সম্পত্তি বিক্রি করার অভিযান শুরু করেছেন।
নিজেদের তৈরি আর্থিক সমস্যার ক্ষতিপূরণ করার জন্যই এই পথে হাঁটছেন তিনি। এলআইসির বেসরকারিকরণ হলে সাধারণ নাগরিকের ভবিষ্যৎ এবং সুরক্ষা বিঘ্নিত হবে। সরকারের উচিত, তাদের এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসা। রাহুল কয়েকদিন আগেও সরকারের সমালোচনা করে বলেছিলেন।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে সরকারের উচিত, যে কোনওভাবে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া। কিন্তু সরকার যদি বিকেন্দ্রীকরণ বা সরকারি সম্পত্তি বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহ করতে যায় তবে সেটা বিপদজনক হতে পারে এটা বুঝেছেন রাহুল।
কারণ সাধারণ মানুষের বেশিরভাগই মোদি সরকারের এই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্তে খুশি নয়। তাই শেষ পর্যন্ত রাহুল আমজনতার সুরে সুর মিলিয়ে কেন্দ্রের এই বিকেন্দ্রীকরণ নীতির সমালোচনায় সরব হলেন।