স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। মঙলবার ক্লাব ফোরামের একটি প্রতিনিধি দল জি বি হাসপাতালের বাস্তব চিত্র পরিদর্শনে যান। উপস্হিত ছিলেন ক্লাব ফোরামের চেয়ারম্যান দীপক মজুমদার, আহ্বায়ক প্রণব সরকার, সদস্য সৌরজিৎ পাল সহ অন্যন্য সদস্যরা। পরিদর্শনে গিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিকের সাথে এক বৈঠক করেন প্রতিনিধি দল।
বৈঠকের পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক জানান, করোনা পরিস্হিতিতে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে চলেছে। সরকার প্রতিশ্রুতি বদ্ধ এবং অঙ্গীকার বদ্ধ। সরকার চায় মৃত্যু সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে। আগরতলা শহরে ২০০০ রোগী হোম আইসলেশনে রয়েছে। তাদের দিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি হাপানিয়া কোভিড সেন্টারের বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সুতরাং বর্তমান পরিস্হিতিতে সকলের সহযোগিতার প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এদিকে ক্লাব ফোরামের প্রতিনিধি দলের আহ্বায়ক প্রণব সরকার জানান, জিবি হাসপাতালে পরিষেবা ব্যাহত দেওয়া যাবে না। চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীরা পরিষেবায় কোন ত্রুতি রাখছে না। আর ক্লাব ফোরাম সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান।