২১ পরিবারের ৮৩ ভোটার বিজেপি দল ত্যাগ করে আইপিএফটিতে গেলেন

স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ , ৮ সেপ্টেম্বর।। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে চলছে রাজনৈতিক লড়াই৷ যার যার মত শক্তি প্রদর্শনে গ্রহণ করছে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি৷ আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশনের উদ্যোগে প্রমোদনগর কমিউনিটি হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারন সম্পাদক জিতেন দেববর্মা, যুব আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক পৌষরাই দেববর্মা, কেন্দ্রীয় সদস্য শান্তি দেববর্মা, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মফিজ মিয়া, আরব আলী, সামল দেববর্মা প্রমূখ৷

আলোচনাকালে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারন সম্পাদক জিতেন দেববর্মা বলেন আইপিএফটির সকল স্তরের কর্মকর্তাদের নির্বাচনী লড়াই করতে প্রস্তুত হওয়ার জন্য আবেদন করেন৷ জোর করে কোন মানুষকে পার্টিতে আনা যায় না শুধুমাত্র ভালো আচরণের মধ্য দিয়ে এটা করার খুবই সহজ৷ যুব শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে বেশি বেশি সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করার জন্য কর্মকর্তাদের প্রতি আবেদন করেন তিনি৷ সভায় ২১ পরিবারের ৮৩ ভোটার বিজেপি দল ত্যাগ করে আইপিএফটিতে যোগদান করেন৷

এদিকে আইপিএফটি পেকুয়ারজলা জন্ম জয়নগর ডিভিশন কমিটির উদ্যোগে সূর্যসেন কলোনিতে এক সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্রজলাল দেববর্মা, কেন্দ্রীয় সদস্য মোহন চন্দ্র দেববর্মা, রামনাথ দেববর্মা, ডিভিশন প্রেসিডেন্ট ভগিরথ দেববর্মা প্রমূখ৷ ব্রজলাল দেববর্মা বলেন এ ডি সি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন৷ এই নির্বাচন উপজাতিদের সার্বিক উন্নয়নের একটি স্তম্ভ বলে মনে করেন তিনি৷ প্রতিটি ডিভিশন কমিটির নেতৃত্বরা সকল কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন৷ শেষে ২৮ পরিবারের ৮৫ ভোটার বিজেপি ও সিপিএম দল ত্যাগ করে আইপিএফটিতে যোগদান করেন৷ তাদেরকে নেতৃত্বে বরণ করে নেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?