স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। শেষ পর্যন্ত করোনা মৃতদেহ সরকারিভাবে সৎকারের ব্যবস্থা করতে গিয়ে মহাকুমার প্রশাসনের কর্তারা সালামা থানার জয়ন্তী বাজারে জনরোষের পরে ব্যর্থ হয়ে ফিরে এলেন সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ। সোমবার বিকেল সাড়ে চারটায় এক জন করোনা পজেটিভ রোগ নিয়ে সালেমার জয়ন্তি বাজারের নিজ বাড়িতে মারা যায়।
জানা গেছে তিনি গত চার থেকে পাঁচ দিন যাবত করোনা পজিটিভ নিয়ে বাড়িতে চিকিৎসা করছিল। তার মৃত্যুর সংবাদ শুনে মহকুমা প্রশাসক তার মৃতদেহ আগরতলা বটতলাতে সৎকারের ব্যবস্থা করেছিল। কিন্তু জয়ন্তি বাজারের জনজাতিরা বিশ্বাসই করতে চাইছে না যে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তারা চাইছে তাদের গ্রামেই সৎকার হোক। শেষ পর্যন্ত সবাই একত্রিত হয় সেটাই করেন। মহকুমা প্রশাসক ৬ ঘন্টা সময় নিয়ে বুঝিয়েছেন। কিন্তু জনজাতির রাস্তা অবরোধ ছাড়েনি।
প্রশাসন যখন ব্যর্থ হয়ে ফিরে আসেন , এরপর এলাকার জনজাতিরা গাড়ির টায়ার ও লাকড়ি ইত্যাদি জ্বালিয়ে সৎকার করেন মৃতদেহ। এখানে উল্লেখ্য যে, গ্রামে গ্রামে করোনা রোগের সার্ভে সময় স্বাস্থ্য কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে লাঠি, দা নিয়ে তাড়া করা হয়েছিল । তবে এই বিষয়ে প্রশাসন থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।