স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। রাজ্যের জনসাধারণ বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হচ্ছে। গত ৬-৭ মাস যাবত রাজ্যের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, কৃষিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রাম পাহাড়ের সাধারণ মানুষের রোজগারহীন অবস্থায় দিন অতিবাহিত হচ্ছে। বেসরকারি সংস্থা গুলিতে কর্মী ছাঁটাই এবং মজুরি হ্রাস করা হচ্ছে। এমতাবস্থায় রাজ্যে নিত্য সামগ্রী মূল্য লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে সরকারের কোনরকম ভূমিকা নেই।
মঙ্গলবার কর্নেল চৌমুহনীস্থিত এস ইউ সি আই -এর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তোলেন এস ইউ সি আই রাজ্য কমিটির সম্পাদক অরুন ভৌমিক। তিনি আরো বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। বহু মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে। অথচ রাজ্যে বহু এম বি বি এস ডাক্তার এবং নার্স থাকা সত্বেও তাদের নিয়োগ করছে না সরকার।
শাসকদল স্বাস্থ্যবিধি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সব রকম কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতাল সহ রাজ্যের সমস্ত কোভিড সেন্টারগুলিতে চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা উন্নতি করা, ব্যাপকহারে কোভিড টেস্টে ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করা, চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধান করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ১৬ দফা দাবি সরকারি দৃষ্টি আকর্ষণ করা হয়।