স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ সেপ্টেম্বর।।করোনা আবহে জিবি হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবার অনেকে ভয়ে জিবি হাসপাতালে যেতে চাইছে না। এই পরিস্থিতিতে সকলকে যেন চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় তার জন্য আইজিএম হাসপাতালে একাধিক বিভাগ নতুন করে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার।
সেই মোতাবেক বেশ কিছু বিভাগ ইতিমধ্যে চালু করা হয়েছে। কিন্তু আইজিএম হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও এতদিন ছিল না কেজুয়েলিটি বিভাগ। এইবার আইজিএম হাসপাতালে কেজুয়েলিটি বিভাগ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই মোতাবেক চলছে প্রস্তুতি। এইদিন যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস। সবকিছু সরজমিনে খতিয়ে দেখার পর তিনি জানান বর্তমানে ১০ টি ব্যাডের কেজুয়েলিটি বিভাগ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই বিভাগ চালু হয়ে গেলে জরুরি বিভাগে আসা রোগীদের আর জিবি হাসপাতালে রেফার করতে হবে না। কেজুয়েলিটি বিভাগে তাদেরকে পর্যবেক্ষণে রাখা যাবে। তাই চিকিৎসক প্রদানের বিষয়েও কথা হয়েছে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের সাথে। চিকিৎসক প্রদান করা হলে চলতি সপ্তাহেই কেজুয়েলিটি বিভাগ চালু করা হবে। পাশাপাশি আইজিএম হাসপাতালের দন্ত বিভাগকে ত্রিতল থেকে নিচ তলায় নিয়ে আসা হয়েছে। যে কোন রোগী বহিবিভাগে গেলে সব কয়টি বিভাগ খুজে পেয়ে যাবে এখন থেকে বলে জানান তিনি।]