স্টাফ রিপোর্টার, আমবাসা, ৮ সেপ্টেম্বর।। বিরল এক ঘটনা সাক্ষী হয়ে রইল আমবাসাবাসি। রিক্সা দিয়ে ধলাই জেলা হাসপাতাল থেকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হল মৃত ব্যক্তির বাড়িতে আমবাসা ম্যাগাজিন এলাকায়।
প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ঘটনার বিবরণে জানা যায় ম্যাগাজিন এলাকার এক রিকশাচালক গোপাল দেবনাথ (৫৫) সোমবার আমবাসা থেকে বাড়ি যাওয়ার পথে ধলাই জেলা পরিষদ অফিসের সন্নিকটে তার নিজের রিক্সা নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে গুরুতর আহত হয়।
সাথে সাথেই এলাকাবাসীর পক্ষ থেকে খবর যায় আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরে। দফতরের কর্মীরা গাড়ি করে সাথে সাথেই তাকে পৌঁছে দেয় কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে। মৃত ব্যক্তির বড় ভাইয়ের কথা অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। আশ্চর্যের বিষয় হলো মৃত ব্যক্তির কোন ধরনের ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বাক্ষর রেখে মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়।
কিন্তু সেখান থেকে মরদেহ কিভাবে নিয়ে যাওয়া হবে তেমন কোনো ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। মৃত ব্যক্তির বড় ভাইয়ের কথা অনুযায়ী তারা সেখানে কিভাবে আনা হবে তা নিয়ে কোন কথা বলেনি শেষ পর্যন্ত রিক্সা করে মরদেহ সেখান থেকে নিয়ে আসা হয়। আমবাসা বাজারের উপর দিয়ে এভাবে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা বিরল।
যা দেখে ভয় পেয়ে যায় অনেকেই। এক্ষেত্রে দায়সারা ভাব লক্ষ্য করা গেছে প্রশাসনিক দিক থেকেও। অপরদিকে প্রশ্ন উঠেছে কেন ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হল। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে গুঞ্জন।