চলন্ত ট্রেন বয় স্টেশনে ধূমপান করলে শুধু জরিমানা, জেল নয়

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। চলন্ত ট্রেন বা রেলস্টেশন চত্বরে ধূমপান করলে বর্তমানে ধূমপায়ীদের জরিমানা ও জেল দুই সাজাই হয়। একইভাবে ট্রেন ও স্টেশনে ভিক্ষা করা অপরাধ। এক্ষেত্রেও একই ধরনের সাজা হয়। কিন্তু এই নিয়ম এবার বদলাতে চলেছে রেলমন্ত্রক। রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, স্টেশন বা চলন্ত ট্রেনে ধূমপান করে কেউ ধরা পড়লে তাকে শুধুমাত্র জরিমানা দিতে হবে, জেল হাজতে রাখার কোন প্রশ্নই ওঠে না।

পাশাপাশি ওই ব্যক্তি জরিমানা দিলে তাঁকে কোনওভাবেই হেনস্তা করা হবে না। ভিক্ষাবৃত্তির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল চাইছে, যারা ভিক্ষা করেন তাঁরা যাতে ট্রেন বা স্টেশনে উঠতে না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে। এরপরেও যদি কেউ ট্রেন বা স্টেশনে ভিক্ষা করতে ওঠেন তবে তাঁকে জেলে পাঠানো নয়, তার কাছ থেকে জরিমানা আদায় করা হবে। আইন-আদালতের ঝামেলা এড়াতেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। নতুন নিয়ম চালু হলে শুধুই স্পট ফাইন হবে।

তবে এই জরিমানার পরিমাণ বেশ মোটা অঙ্কের হতে চলেছে। রেল আইনের ১৪৪ (২) ধারায় রেল এলাকায় ভিক্ষা করা আইনত অপরাধ। কিন্তু ভিক্ষুকদের ব্যাপারটিকে মানবিক দৃষ্টিতে দেখা হয়। সে কারণেই শাস্তিদানের উপায় থাকলেও ভিক্ষুকদের সেভাবে কখনও সাজা দেয়নি রেল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রেল ভিক্ষুকদের ব্যাপারে কঠোর হওয়ার কথা ভাবছে। রেলের নতুন আইনে ট্রেন বা স্টেশন চত্বরে আগের মতোই ধূমপান নিষিদ্ধ থাকছে। নিষিদ্ধ ভিক্ষা করাও। এরপরেও যদি কেউ আইনভঙ্গ করে তবে তাঁকে কোনও রকম ভাবে হেনস্তা না করে তাঁর কাছ থেকে শুধু স্পট ফাইন আদায় করা হবে।

রেলের যে কোনও কর্মী এই জরিমানা আদায় করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি রেলের কোষাগারে ওই টাকা জমা দেবেন। জরিমানা মিটিয়ে দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আর কোনও রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। নতুন নিয়মে জরিমানার পরিমাণ ১০০ টাকা পর্যন্ত হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে শুধু এই দুই ক্ষেত্রেই নয়, রেলের বেশ কিছু নিয়মকানুন পুরনো হয়ে যাওয়ায় সেগুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

সেগুলিও বদল করার কথা ভাবছে রেল। সূত্রের খবর বিনা টিকিটে ট্রেনে ওঠা, রেলের ফুটবোর্ডে দাঁড়িয়ে যাত্রা করা বা চেন টেনে ট্রেন দাঁড় করানোর ক্ষেত্রে শুধু জরিমানা হবে। বর্তমানে এই তিন ক্ষেত্রেও জেলের সাজা থাকলেও তা তুলে দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে রেলমন্ত্রক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?