অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। আরও এক মরসুম তিনি বার্সেলোনায় থাকার কথা জানিয়ে দিয়েছেন। সোমবার থেকে অনুশীলনেও নেমে পড়েছেন। কিন্তু লিওনেল মেসির প্রিয় ক্লাবে থাকার সিদ্ধান্তের ঘোষণার পরেই প্রেসিডেন্ট পদে জোশেপ মারিয়া বার্তোমেউ-এর টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের একটি অংশ এবং সই সংগ্রহের কাজও শুরু হয়ে গিয়েছে।
আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। তারই মধ্যে ক্লাবের এক অংশের লোকে বার্তোমেউ বিরোধী প্রচার শুরু করে দিয়েছে। সমর্থকদের একটি অংশ রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু করে দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, এখনও পর্যন্ত বার্তোমেউ-বিরোধী মঞ্চে ইতিমধ্যে সাড়ে সাত হাজার সমর্থক সই করেছেন। আগামী সপ্তাহের মধ্যে সেই সংখ্যা সাড়ে ষোলো হাজারে পৌঁছে যাবে বলে তাঁদের বিশ্বাস এবং তার পরেই বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। আরও বলা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে দুই তৃতীয়াংশ সদস্য-সমর্থক ভোট দেবেন বার্তোমেউ-এর বিরুদ্ধে।
তবে বার্সেলোনার সংবিধান অনুযায়ী বার্তোমেউ দুবারের বেশি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। তবে তাঁর অনুগামী হিসেবে পরিচিত জর্দি ফাররে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কিন্তু তিনি এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে জিততে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সোমবার মেসি অনুশীলনে নেমে পড়ার পরেই স্পেনের একটি সংবাদপত্র বার্সেলোনা সমর্থকদের মতামত জানতে চেয়েছিলেন এই ঘটনায়। প্রায় আশি শতাংশ মানুষ মনে করেন, বার্তোমেউ প্রেসিডেন্ট হিসেবে এই ক্লাবে না থাকলে মেসি বার্সেলোনা ছাড়ার কথা ভাবতেনই না। তাঁদের আরও দাবি, এখনই নিজের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া উচিত তাঁর।