মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যোগী রাজ্যে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যোগী রাজ্যে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল। গণপিটুনিতে গুরুতর জখম সরবেশ দিবাকর নামে এক ব্যক্তির মঙ্গলবার সকালে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৫। গুজবে ভর করে দিবাকরকে পিটিয়ে মারা হয়েছে। দিবাকরকে গণপিটুনির একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদে ফেলে দিবাকরকে মারধর করা হচ্ছে। দিবাকর তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ।

লকডাউনজনিত পরিস্থিতিতে দিবাকরের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাঁর এক বছর ১৬-র মেয়ে লেখাপড়া করে। লেখাপড়ার জন্য ওই মেয়েকে তিনি তাঁর এক আত্মীয়ের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন। আর এই কাজ করতে গিয়েই তাঁকে প্রাণ দিতে হল। গত শনিবার মেনপুরী এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে বেশকিছু মানুষ গুজব ছড়ায় যে, মেয়েকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন দিবাকর। এই গুজবের জেরেই দিবাকরকে জোর করে ধরে নিয়ে গিয়ে কয়েকজন মারধর করতে শুরু করে। গুরুতর জখম দিবাকরকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

দিবাকরের মৃত্যুর ব্যাপারে বিজেপির দিকে আঙুল তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তিনি দাবি করেছেন, একজন দলিত মানুষকে ইচ্ছাকৃতভাবেই পিটিয়ে মারা হয়েছে। যদিও পুলিশ এই মৃত্যুর সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীরা কেউ পার পাবে না। যদিও মায়াবতী দাবি করেছেন, যোগীর রাজ্য উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বেছে বেছে পিছিয়েপড়া ও দলিত সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। কোনও সভ্য সমাজে এই ঘটনা চলতে পারে না।
,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?