দেশের অর্থনীতি নিয়ে আরও একবার আশঙ্কার কথা শোনাল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর ।।করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে আরও একবার আশঙ্কার কথা শোনাল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। মঙ্গলবার এই আন্তর্জাতিক রেটিং সংস্থা জানিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে ভারতের সামগ্রিক অর্থনীতি ১০.৫ শতাংশ সংকুচিত হবে। করোনা ঠেকাতে গোটা দেশে মার্চের শেষ থেকে লকডাউন জারি হয়েছে। লকডাউনজনিত কারণেই দেশের অর্থনীতির এই হাল বলে ফিচ জানিয়েছে।

এই রেটিং সংস্থা এদিন এক পরিসংখ্যানে জানিয়েছে, ভারতীয় অর্থনীতির বিকাশের হার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। তবে ২০২০-র তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই জিডিপি ক্রমশ অল্প হলেও বাড়তে থাকবে। মাত্র এক বছর আগেও বিশ্বের বড় দেশগুলির মধ্যে ভারতের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি সবচেয়ে দ্রুত বাড়ছিল। ছিল কিন্তু করোনা পরিস্থিতি পুরো হিসাব উল্টে দিয়েছে। গত কয়েক দিন ধরে ভারতে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মনে করছে, আগামী দিনে ভারত করোনার হটস্পট হয়ে উঠতে চলেছে। তাদের এই আশঙ্কা থেকেই চলতি অর্থবর্ষে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের জিডিপি সম্ভবত সবচেয়ে খারাপ জায়গায় নামতে চলেছে।

ভারতে প্রতিদিন ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় অনেকেই মনে করছেন, করোনাজনিত মহামারীর কবল থেকে ভারতের মুক্তি পাওয়া খুব সহজ হবে না। সময় লাগবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নরেন্দ্র মোদি সরকার অনেক পদক্ষেপ নিয়েছে ঠিকই, কিন্তু তাতে কাজের কাজ বিশেষ হচ্ছে না। করোনা সব হিসেব ওলোট-পালোট করে দিয়েছে। করোনা পরিস্থিতি শুরুর আগে থেকেই ভারতের অর্থনীতিতে একটা মন্দা দেখা দিয়েছিল। করোনাজনিত পরিস্থিতি সেই মন্দা আরও বৃদ্ধি করেছে। লকডাউনের ফলে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। ফলে কমেছে উৎপাদন ও চাহিদা। সে কারণেই জিডিপির হারের এই পতন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?