অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। শেষ ম্যাচে তাঁর গোলে নেশনস লিগে ফ্রান্স হারিয়েছিল সুইডেনকে। সেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপের শরীরে পাওয়া গেল করোনাভাইরাস। সোমবার জাতীয় দলের সঙ্গেও তিনি অনুশীলন করেন। নিয়মমাফিক সকলের করোনা পরীক্ষা হয়। এমবাপের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে তাঁকে আপাতত দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিন্তু কোথা থেকে এমবাপে এই ভাইরাসে আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্যারিস সাঁ জারমাঁয় এমবাপের সতীর্থ নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, আঙ্খেল দি মারিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন সম্প্রতি। তাহলে কি সেখান থেকেই তিনি কোভিড-১৯’য়ে আক্রান্ত হলেন? কিন্তু সেই ব্যাখ্যাও খুব একটা লাগসই হচ্ছে না। ফ্রান্স শিবিরে যোগ দেওয়ার পরেও তাঁর করোনার পরীক্ষা হয়েছিল। সেই ফলাফল ছিল নেগেটিভ। তার পরেই আচমকা এই খবরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিশেষ করে, জাতীয় দলে সকলের সঙ্গেই অনুশীলন করেছেন এমবাপে। কাজেই বাকিরা কতটা সংক্রমিত হয়েছেন, সেটা নিয়েও এখন ফরাসি ফুটবল সংস্থা ভাবিত। সুইডেন ফুটবল সংস্থাও জানিয়েছে, তাঁদের কাছে এমবাপের যে করোনা পরীক্ষার রিপোর্ট রয়েছে, তা নেগেটিভ। তবে আপাতত তাঁকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারই সঙ্গে বাকি ফুটবলারদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে ফরাসি ফুটবল সংস্থা জানিয়েছে। প্রসঙ্গত এর আগে ফ্রান্স দলের আর এক তারকা পল পোগবারও করোনা ধরা পড়ে।
তিনি আপাতত রয়েছেন সেল্ফ আইসোলেশনে। এই অবস্থায় ফরাসি লিগ ওয়ানও চালু রাখা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ফ্রান্সের বেশ কয়েকটি ক্লাব মিলিয়ে দশজন ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সাময়িক ভাবে লিগ কিছুদিন বন্ধও থাকতে পারে বলে অনেকে মনে করছেন।