অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। এবার পোস্ট অফিসে আইনেও বদলাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এখনও পর্যন্ত গোটা দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের ভরসার জায়গা পোস্ট অফিস। তবে শুধু সাধারণ দরিদ্র মানুষ নয়, বহু অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মীও পোস্ট অফিসের উপর নির্ভর করেন। কারণ সরকারি জায়গাগুলির মধ্যে এখনও পর্যন্ত পোস্ট অফিস মানুষকে সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে থাকে।
কিন্তু এবার পোস্ট অফিসে টাকা জমা রাখার ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। যা সাধারণ মানুষকে অসুবিধের মধ্যেই ফেলবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ৫০ টাকা ব্যালেন্স রাখলেই চলে। কিন্তু সেই নিয়ম বদলে সর্বনিম্ন টাকার পরিমাণ করা হচ্ছে ৫০০ টাকা। ৫০০ টাকার কম থাকলে জরিমানা দিতে হবে। এজন্য ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর যদি পোস্টাল অ্যাকাউন্টে কোনও টাকা না থাকে তাহলে ডাক বিভাগ অবিলম্বে ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে। একই সঙ্গে সরকার জানিয়েছে, কেউ যদি তার পোস্টাল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সরকারি ভর্তুকি বা সুবিধা পেতে চান তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করতে হবে।
আধার নম্বর যোগ করা না হলে ভর্তুকির টাকা ওই অ্যাকাউন্টে যাবে না। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক যদি সরকারি ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা ওই অ্যাকাউন্টে পেতে চান তবে তার জন্য আধার কার্ড সংযুক্তকরণ বাধ্যতামূলক। তবে আধার কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে মানুষের তেমন কোনও অসুবিধা নেই। কিন্তু গ্রামীণ মানুষের ক্ষেত্রে সর্বনিম্ন ব্যালেন্স ৫০০ টাকা করা হলে সেটা অনেকের কাছেই চাপের হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ডাক বিভাগ ইতিমধ্যেই এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে।