কোভিড-১৯ প্রোটোকল মেনে সোমবার থেকে চালু হল দিল্লি মেট্রো

অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। দীর্ঘ ১৬৯-দিন বন্ধ থাকার পর, কোভিড-১৯ প্রোটোকল মেনে সোমবার থেকে চালু হল দিল্লি মেট্রো। আনলক ফোর-এর নির্দেশিকা মেনে সোমবার সকাল থেকে চালু হয়েছে বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নয়ডা এবং কোচি শহরের মেট্রো পরিষেবাও। কলকাতা-সহ দেশের অন্য শহরগুলিও অল্প কিছু দিনের মধ্যে মেট্রো পরিষেবা শুরু করে দেবে। ১৬৯-দিন পর দরজা খুলল দেশের ব্যস্ততম দিল্লি মেট্রোর। এ দিন সকাল ৭টা থেকে প্রথম ধাপে সময়পুর বদলি স্টেশন থেকে হুডা সিটি সেন্টার পর্যন্ত হলুদ লাইনে শুরু হয়েছে পরিষেবা। মেট্রো চলছে র‌্যাপিড লাইনেও। আগামী পাঁচ দিনে ধাপে ধাপে অন্যান্য লাইনেও পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।

কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে থমকে গিয়েছিল জনজীবন। দিশেহারা হয়ে পড়েছিলেন দেশবাসী। করোনাভাইরাসের প্রকোপ এখনও পুরোপুরি কমেনি, এরইমধ্যে সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে দিল্লি মেট্রো পরিষেবা। প্রায় ১৬৯-দিন বন্ধ থাকার পর সোমবার সকাল সাতটা থেকে শুরু হয় দিল্লি মেট্রো পরিষেবা। প্রথম-দফায় ইয়েলো লাইনে সময়পুর বাদলি থেকে হুডা সিটি সেন্টার এবং গুরুগ্রামের র‍্যাপিড মেট্রো স্টেশনের মধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। ভিড় সামলাতে প্রতিটি মেট্রো স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ছুটবে দিল্লি মেট্রো। প্রবেশের জন্য স্মার্ট কার্ড বাধ্যতামূলক। দিল্লি মেট্রোতে বাতানুকুল ব্যবস্থা চালু করা হয়নি। অবশেষে মেট্রো চালু হওয়ায় ভীষণ খুশি যাত্রীরা।

দিল্লির পাশাপাশি সোমবার সকাল থেকেই চালু হয়েছে হায়দরাবাদ মেট্রো পরিষেবাও তবে, যাত্রীদের সংখ্যা অত্যন্ত কম ছিল। হাতেগোনা যাত্রীদেরই এদিন মেট্রোতে যাত্রা করতে দেখা গিয়েছে। হায়দরাবাদ মেট্রোর পাশাপাশি এদিন থেকে চালু হয়েছে কোচি মেট্রো পরিষেবা, চেন্নাই মেট্রো পরিষেবা, বেঙ্গালুরু মেট্রো পরিষেবা। কোভিড-১৯ প্রোটোকল মেনেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়েছে মেট্রো পরিষেবা।

হায়দরাবাদ মেট্রো : কেন্দ্রীয় সরকারের আনলক ৪ নির্দেশিকায় মেট্রো পরিষেবা চালু করার অনুমতি পর, সোমবার থেকে শুরু হয়েছে হায়দরাবাদ মেট্রো পরিষেবা। প্রথম দফায় লাল লাইনে-এল বি নগর থেকে মিয়াপুর পর্যন্ত চলছে মেট্রো।

বেঙ্গালুরু মেট্রো : পাঁচ মিনিটের ব্যবধানে আপাতত সকাল আটটা থেকে বেলস এগারোটা এবং বিকেল ৪.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত চলবে বেঙ্গালুরু মেট্রো পরিষেবা। আপাতত টোকেন ব্যবহার হচ্ছে না। স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে যাত্রীদের।

চেন্নাই মেট্রো : সোমবার সকাল থেকে বিমানবন্দর এবং ওয়াশেরমেনপেট পর্যন্ত চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে, যাত্রী সংখ্যা অত্যন্ত কম ছিল।

কোচি মেট্রো : কোভিড-১৯ প্রোটোকল মেনেই সোমবার থেকে শুরু হয়েছে কোচি মেট্রো পরিষেবা। প্রথম দফায় ২০ মিনিটের ব্যবধানে চলছে মেট্রো ট্রেন, মেট্রো পরিষেবা চলবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?