অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। রবিবার চলতি যুক্তরাষ্ট্র ওপেন টেনিসে লাইন জাজকে বল দিয়ে আঘাত করার জন্য প্রতিযোগিতা থেকে তাঁকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। যে অবাঞ্ছিত ঘটনার জন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
স্পেনের পাবলো কারেনো বুস্তার কাছে প্রথম সেটে বিপর্যস্ত হওয়ার পরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন নোভাক। সেই সময়ই র্যাকেট বল ফেরত দেওয়ার সময় আঘাত পান লাইন জাজ। বল তাঁর গলায় আঘাত করে এবং তিনি মাটিতে পড়ে যান। লরা ক্লার্ক নামে এই লাইন জাজের আঘাত খুব একটা গুরুতর না হলেও প্রতিযোগিতার নিয়ম মেনে জকোভিচকে প্রতিযোগিতা থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোর্টে দুই রেফারি এবং আম্পায়ারের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি, কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি। কোর্ট এবং প্রতিযোগিতা থেকেই বিদায় নেন এবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন।
ফ্লাশিং মেডোজ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। জকোভিচ লিখেছেন, “গোটা পরিস্থিতি আমাকে হতাশ এবং দুঃখিত করে তুলেছে। ঈশ্বরকে ধন্যবাদ, ওই মহিলা একদম সুস্থ রয়েছেন। তবে আমি কোনও ধরনের উদ্দেশ্য নিয়ে ওঁকে আঘাত করিনি। নিজের মেজাজ হারানোয় এমনটা হয়েছে। তবে জীবনে আরও একটা শিক্ষালাভ করলাম যুক্তরাষ্ট্র ওপেনের মঞ্চ থেকে। আপাতত এই হতাশাকে ঢেকে রেখেই আবার নিজের কাজের জগতে ঢুকে পড়তে হবে। নিজের আচরণের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
যদিও সোশ্যাল মিডিয়ায় জকোভিচের আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়স টুইট করেছেন, “এভাবে আমারও হাত থেকে একটি বল ছিটকে গিয়ে লেগেছিল এক কিশোর ভক্তের গলায়. তার জন্য আমাকে অনেক শাস্তি পেতে হয়েছে। দেখতে চাই, জোকারের ক্ষেত্রে কী দাঁড়ায়।” প্রাক্তন ব্রিটিশ টেনিস তারকা গ্রেগ রুসেদস্কি টুইট করেছেন, “নোভাক এমন কাণ্ড ঘটাতে পারে, কল্পনাই করতে পারিনি। হতে পারে তার মধ্যে কোনও অশর উদ্দেশ্য ছিল না, তবে এই জাতীয় আচরণকেও প্রশ্রয় দেওয়া যায় না।”