দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ নিয়ে চলেছে কংগ্রেস

অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ নিয়ে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। সরকারি অধিগ্রহণ সংস্থাগুলির থেকে ক্রমাগত কেন্দ্রীয় সরকার নিজেদের অংশীদারিত্ব বেসরকারি হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, বেসরকারি উদ্যোগপতিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রি করা হচ্ছে।বিক্রি পর্যায়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে আগামী দিনে যেখানে দেশের সবকিছুই বিক্রি করে দেওয়া হবে। দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

৭০ বছর ধরে যা গড়ে তোলা হয়েছিল তা সবই বিক্রি করে দেওয়া হবে। দেশের কোন কিছু বিক্রি হতে দেব না এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে ছিলেন নরেন্দ্র মোদী। আদতে তিনি বলতে চেয়েছিলেন বিক্রি করা থেকে দেশের কোন কিছুকেই বাদ দেবো না। বেসরকারিকরণের সরকারের এমন ধরনের সীদ্ধান্তে দেশের অর্থব্যবস্থার উন্নতি হবে না এবং বেকারত্ব কমবে না।

উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২৭ জুলাই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার ২৬ টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা তার এই প্রস্তাবে সায় দিয়েছেল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?