অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।।নয়া মোড় নিল কঙ্গনা রানাওয়াত বনাম মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার দ্বন্দ্ব। এই অভিনেত্রীকে নিয়ে শিবসেনার হুমকির মধ্যেই তাঁর জন্য ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।
ঘটনার সূত্রপাত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে। এই মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশ ঠিক মতো করছে না বলে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিনেত্রী। এর পরেই তাঁকে মুম্বই ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কঙ্গনা। বলেন, মুম্বই পুলিশের নিরাপত্তায় নয় তিনি হয় হিমাচল পুলিশ নয়তো কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় মুম্বই ফিরতে চান।
এর পাল্টা মুখ খোলেন শিবসেনা সেনা সঞ্জয় রাউত। তিনি কঙ্গনাকে মুম্বই না ফেরার পরামর্শ দেন। এতে আরও চটে যান অভিনেত্রী। তিনি পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন মুম্বইয়ের। এতে গোটা ঘটনা আরও জটল হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হন কঙ্গনার বিরুদ্ধে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, মুম্বইকে অপমান করেছেন কঙ্গনা, তাই মুম্বই ফিরলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর পাল্টা টুইট করে এই অভিনেত্রী ক’দিন আগে জানান তিনি ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছেন, কারও ক্ষমতা থাকলে আটকে দেখাক। এর পরেই কেন্দ্র কঙ্গনাকে নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্ত নিল। কঙ্গনা এদিন কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা প্রমাণ করে যে কোনও ফ্যাসিবাদী শক্তি আর দেশভক্তের কণ্ঠ রোধ করতে পারবে না। আমি অমিত শাহের প্রতি কৃতজ্ঞ’।