স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৬ সেপ্টেম্বর।। রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে৷ সদর উত্তরের মোহন বাড়ি এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ তোর ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ মোহন পারি এলাকায় পথ অবরোধ করেন৷ দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি নিয়ে মোহন বাড়ি টিএসআর ক্যাম্পে আশ্রয় গ্রহণ করে৷ উত্তেজিত জনতা টিএসআর ক্যাম্প এ ঢুকে গাড়িটি ভাঙচুর করে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এবং এসডিপিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ এদিকে ১ বাইক দুর্ঘটনায় বাইক চালক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ জানা গেছে দ্রুতগামী একটি ম্যাক্স গাড়ি বাইককে ধাক্কা দিলে বাইকটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷
তাতেই বাইক চালক গুরুতর ভাবে আহত হন৷ ম্যাক্স গাড়ি চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷সিধাই থানা এলাকায় পৃথক পৃথক পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷জান দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷
প্রশাসনের নরম মনোভাবের সুযোগকে কাজে লাগিয়ে বাইক এবং যানবাহনের চালকরা দ্রুতবেগে যানবাহন চলাচল করে থাকেন বলে অভিযোগ৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনার হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷জান দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য সাধারণ জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷এদিকে খোয়াই এর শরৎ চৌধুরী এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একবার চালক৷ আহত বাইক চালক এর নাম রাকেশ দেববর্মা৷
জানাজায় বাইক চালক রাকেশ দেববর্মা বেল ফাং থেকে খোয়াই এর উদ্দেশ্যে আসছিল৷শরৎ চৌধুরীপাড়ায় আসতেই একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে বাইক চালক গুরুতর ভাবে আহত হয়৷স্থানীয় লোকজন আহত বাইক চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷বর্তমানে বাইক চালক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷