স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের পাঁচটি ডিভিশনকে বেসরকারিকরণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন।ইউনিয়ন এর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ এর তীব্র প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য রাজ্যের পাঁচটি বিদ্যুৎ ডিভিশন এলাকার আর্থিক ক্ষতি হচ্ছে এই অযুহাতে পাঁচটি ডিভিশনকে বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
ত্রিপুরা বিদ্যুৎকর্মী ইউনিয়ন এ বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছে বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ ব্যবস্থা ক্রমাবনতি হচ্ছে।বিদ্যুতের ক্ষতি ও লোকসান দেখিয়ে তাদের ওপর ক্রমাগত চাপ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। সংগঠন মনে করে ইতিপূর্বেও বিদ্যুৎ দপ্তরকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।তা সত্ত্বেও কোন সময় বিদ্যুৎ নিগমের কোন ডিভিশন কেই বেসরকারিকরণের কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এই প্রথম বিদ্যুৎ এর পাঁচটি ডিভিশনকে বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা বিদ্যুৎকর্মী ইউনিয়ন। পাঁচটি ডিভিশনকে বেসরকারিকরণের চেষ্টা চালানো হলে ত্রিপুরা বিদ্যুৎকর্মী ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। রাজ্যের সচেতন জনগণকে এ বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।