স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।।করোনা ভাইরাসের প্রকোপের জেরে এমনিতেই বাজারে আগের ন্যায় ক্রেতা আসতে চাইছে না। তার উপর বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য আকাশ ছুঁয়া। নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলির মধ্যে আলু পেঁয়াজ অন্যতম। কিন্তু বর্তমানে বাজারে আলু ও পেঁয়াজের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে ক্রেতারা আগের ন্যায় ভিড় জমাচ্ছে না।
রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে এই চিত্র ফুটে উঠেছে। যে যার সাধ্যমত আলু পিঁয়াজ ক্রয় করছে। বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা জানান বর্তমানে বাজারে জ্যোতি আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৩৫ টাকা করে। আর চন্দ্রমুখী আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা করে। সাধারন পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কেজি ২৫ টাকা করে। তবে ভালো মানের পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা করে।
বিক্রেতারা জানান কোলকাতা আলুর মূল্য বেশি, তাই রাজ্যেও আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আলু আমদানি করে বিক্রয় করার ফলে তাদের আয় ব্যয় সমান হচ্ছে। ঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাচ্ছে না। পচন ধরে যাচ্ছে। শুধু মাত্র যোগান ঠিক রাখার জন্য তারা বর্তমানে আলুর আমদানি করছে বলেও জানায় বিক্রেতারা।