অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। সোমবার থেকে গোটা সেপ্টেম্বর জুড়ে সারা দেশজুড়ে পালিত হচ্ছে পুষ্টি মাস। এই উপলক্ষে উচ্ছ্বসিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, শিশু, প্রসূতি এবং মায়েদের জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করাটা প্রধানমন্ত্রী বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন।
সোমবার নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, শিশু, প্রসূতি এবং মায়েদের জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন। ২০১৮ সালে শুরু হওয়া এই উদ্যোগ দেশ থেকে অপুষ্টি নির্মূলের জন্য অভূতপূর্ব ও কার্যকর ভূমিকা পালন করে গিয়েছে। অপুষ্টির জেরে শৈশব ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার জন্য গোটা দেশজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। অপুষ্টি মুক্ত ভারতের জন্য সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপুষ্টি দূরীকরণ এর জন্য গোটা সেপ্টেম্বর জুড়ে পুষ্টি মাস কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছিলেন। তার মূল মন্ত্রই ছিল যেখানে অন্ন সেখানে মন।