স্টাফ রিপোর্টার, অমরপুর, ৭ সেপ্টেম্বর ।। অমরপুরের গান্ধারী এলাকায় অভিযান চালিয়ে বনদপ্তর এর কর্মীরা ৫০ ফুট সেগুন গাছের লগ আটক করতে সক্ষম হয়েছে। অবশ্য এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। অমরপুরের বনদপ্তর এর কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল গান্ধারী এলাকায় সেগুন গাছের লগ মজুত রয়েছে।
সেখানকার সংরক্ষিত বনাঞ্চল থেকে এই মূল্যবান গাছ কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে ফরেস্ট অফিসারের নেতৃত্বে বনদপ্তর এর কর্মীরা গান্ধারী এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে যথারীতি সাফল্য পেয়েছে বনদপ্তর এর কর্মীরা।উদ্ধার করা সেগুন গাছের লগের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
উদ্ধার করা সেগুন গাছের লোকগুলি বাজেয়াপ্ত করে বনদপ্তরের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এই চক্রের জড়িতদের আটক করার জন্য বনদপ্তর কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে অমরপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য গান্ধারী এলাকায় প্রায় সময়ই বনদস্যুরা গাছ কেটে গাছের লক এবং কার্ড বিভিন্ন জায়গায় পাচার করে চলেছে।
ওই এলাকার সংরক্ষিত বনাঞ্চল বনদস্যুরা ধ্বংস করে ফেলতে শুরু করেছে।সে কারণেই বনদপ্তর ওই এলাকায় বনদস্যুদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। তাতে আরো বড় ধরনের সাফল্য মিলতে পারে বলে বড় দপ্তরের কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন।