স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।।রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে আগরতলা পুর নিগম এলাকায় অবস্থা সঙ্গিন। প্রতিদিনের করোনা আক্রান্তের একটা বড় অংশ থাকছে এই পুর নিগমের অন্তর্গত। এই অবস্থায় সি এম ও ওয়েস্ট থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিক্যাল টিম গঠন করে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।
এদিন ওয়েস্ট সিএমও এবং আগরতলা পুর নিগমের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জটিল রোগে আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর নেন। তাদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন।মূলত ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস, হৃদরোগে আক্রান্তরা যাতে বাড়িতে থেকে চিকিৎসা পায় তাঁর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের সমস্যা যাতে তাদের না হয় তাঁর দিকে নজর রাখতেই এই উদ্যোগ গ্রহণ। এদিন রামনগর এলাকায় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে দেখে তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন।
ধারাবাহিক ভাবে এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য কর্মী প্রদীপ কুমার দে। করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখার পাশাপাশি শিশুদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি। এদিন পরিষেবা পেয়ে খুশী বাসিন্দারা।