অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।।সাক্ষরতার হারে অসমের স্থান দেশের অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট উন্নত হয়েছে। সারা দেশে সক্ষরতার হারে প্ৰথম পাঁচ রাজ্যের মধ্যে স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে উত্তর-পূৰ্বাঞ্চলের অসম। শীৰ্ষে রয়েছে দক্ষিণ ভারতের কেরল। সবার শেষে অন্ধ্ৰপ্ৰদেশের নাম। ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস (এনএসও) কর্তৃক প্ৰকাশিত রিপোৰ্টে এই তথ্য প্ৰকাশ্যে এসেছে।
ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস-এর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, অসমের সাক্ষরতার হার ৮৫ শতাংশের ওপরে রয়েছে। শীৰ্ষ স্থান দখলকারী কেরলে সাক্ষরতার হার ৯৬.২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে সাক্ষরতার হার ৮৮.৭ শতাংশ। সাক্ষরতার ক্ষেত্রে দেশের মধ্যে সৰ্বনিম্ন স্থানে রয়েছে অন্ধ্ৰপ্ৰদেশ। ওই রাজ্যে সাক্ষরতার হার ৬৬.৪ শতাংশ। তেলেঙ্গানায় সাক্ষরতার হার ৭২.৮ শতাংশ, বিহারে এই হার ৭০.৯ শতাংশ। একইভাবে কর্ণাটকে ৭৭.২, উত্তরাখণ্ডে ৮৭.৬, হিমাচলপ্ৰদেশে ৮৬.৬, উত্তরপ্ৰদেশে ৭৩.০, রাজস্থানে ৬৯.৭ শতাংশ।
গোটা দেশে এ বছর পুরুষের সাক্ষরতার হার ৮৪.৭ শতাংশ। তুলনামূলকভাবে মেয়েদের সাক্ষরতার হার কম, ৭০.৩ শতাংশ। কেরলে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান দেশের মধ্যে সৰ্বনিম্ন। কেরলে এই ব্যবধান ২.২ শতাংশ। সারা দেশে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান ১৪.৪ শতাংশ। একইভাবে গ্ৰাম এবং শহরের মধ্যে সাক্ষরতার হারের মধ্যে কেরলে সৰ্বনিম্ন ১.৯ শতাংশ। এক্ষেত্ৰে সৰ্বাধিক ব্যবধান সংবলিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় গ্ৰামের চেয়ে শহরে সাক্ষরতার হার ২৩.৪ শতাংশ।