ভারতের মুকুটে যুক্ত হল নয়া পালক, হাইপাইরসনিক ক্রুজ ভেহিকেলের সফল উৎক্ষেপণ

অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের মুকুটে যুক্ত হল নয়া পালক। সোমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক টেকনলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের উৎক্ষেপণে সফল হয়েছে ভারত। এই উৎক্ষেপণের সাথে সাথেই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক এলিট ক্লাবে স্থান করে নিল।দেশ। রাশিয়া, চিন ও আমেরিকার পর ভারতই হল চতুর্থ দেশ যার হাতে এল অত্যাধুনিক এই দেশীয় প্রযুক্তি। মনে করা হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং আত্মনির্ভর হওয়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন ভারতের আজকের সাফল্য তাকে আরও তরান্বিত করবে।

এদিন ওড়িশা উপকূলের হুইলার দ্বীপের ডক্টর এপিজে আব্দুল কালাম লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এই হাইপারসনিক টেকনলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের। শব্দের চেয়েও দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই ভেহিকেল। এই গোটা প্রযুক্তি ও উৎক্ষেপণের নেপথ্যে আছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। আদতে এই হাইপারসনিক ভেহিকেলটি হল একটি কেরিয়ার যা ক্রুজ ক্ষেপনাস্ত্রকে নির্দিষ্ট লক্ষবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে।

এদিনের এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এই সাফল্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। ডিআরডিও’র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?