এবার কি রিয়ার পালা? ভাই সৌভিকের পর আজই কি গ্রেফতার

অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।এবার কি রিয়ার পালা? ভাই সৌভিকের পর আজই কি গ্রেফতার রিয়া? রবিবার সকাল থেকে এ নিয়ে জল্পনা তুঙ্গে। সুশান্ত মৃত্যুতে ড্রাগ কানেকশনের শিকড় খুঁজতে ভাই সৌভিক চক্রবর্তীর পর এবার রিয়াকে সমন জারি করল এনসিবি। এদিন সাত সকালে রিয়ার বাড়িতে যায় এনসিবি-র দল। সকাল ১০.৩০ নাগাদ এনসিবি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ রিয়াকে। সেই মতো এনসিবির দফতরে পৌঁছন রিয়া।

সূত্রের খবর, এদিন সকালে রিয়ার বাড়িতে এনসিবির দলের সঙ্গে মুম্বই পুলিশের মহিলা কর্মীও ছিলেন। ৬৭সি ধারায় তাঁকে সমন দেওয়া হয়েছে। সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন। এরপর এনসিবি রিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। প্রসঙ্গত, ড্রাগ কানেকশনে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শৌভিক ও স্যামুয়েল ছাড়া বাকিরা হল কর্ণ অরোরা, আব্বাস লাখানি, জৈদ বিলাত্রা, ওয়ারিস পরিহার ও কৈজান ইব্রাহিম। এদিকে এদিন সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেসিন্ধে জানান, গ্রেফতারির জন্য প্রস্তুত রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, রিয়ার তরফে কোনও সময়ই আগাম জামিনের আবেদন জানানো হয়নি বলেও জানান তিনি।

এনসিবি সূত্রে খবর, সৌভিক ও স্যামুয়েল জেরায় দাবি করেছেন, রিয়া তাঁদের দুজনের কাছেই ড্রাগ চাইতেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, সৌভিকের একটি চ্যাটের সূত্রে তাঁর সঙ্গে কয়েকজন মাদক কারবারী যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি সৌভিক-দীপেশ-স্যামুয়েলের বয়ানের ভিত্তিতে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। সূত্র বলছে, এদের প্রত্যককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। হোয়াটসঅ্যাপ চ্যাট, কল ডিটেলস দেখিয়ে প্রশ্নের সম্ভাবনা। শনিবার রাতে সুশান্তের আরও এক হাউসস্টাফ দীপেশ সাওয়ান্ত গ্রেফতার করেছে এনসিবি। ৯ তারিখ পর্যন্ত শৌভিক ও স্যামুয়েল এনসিবি রিমান্ডে থাকবেন। দীপেশকেও আজ আদালতে তোলা হবে তাকে ৯ তারিখ পর্যন্ত এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

এদিকে শনিবার ছেলের গ্রেফতারির পর একটি বিবৃতি জারি রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন, ‘অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেফতার করেছেন। আমি নিশ্চিত যে এরপরই তালিকায় আছে আমার মেয়ে এবং তারপর কে আছে, তা আমি জানি না। আপনারা খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। যদিও বিচারের জন্য অবশ্য সবকিছু ন্যায়সঙ্গত। জয় হিন্দ।’ প্রসঙ্গত, সৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে রিমান্ডে পাঠিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?