অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর ।। সোমবার রাজ্যপালদের সম্মেলনে নতুন শিক্ষানীতি নিয়ে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে উচ্চশিক্ষায় পরিবর্তনশীলতায় নতুন শিক্ষানীতি ২০২০ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই আলোচনা সভায় যোগ দেবেন প্রতিটি রাজ্যের রাজ্যপাল, বিদ্যালয়গুলির উপাচার্য, প্রতিটি রাজ্যের শিক্ষামন্ত্রীরা। সোমবার সকাল সাড়ে দশটা থেকে এই আলোচনা সভা শুরু হবে। সভায় নতুন শিক্ষানীতির গুরুত্ব সম্পর্কে রাজ্যপালদের অবগত করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন শিক্ষানীতির মূল লক্ষ্যই হচ্ছে ভারতকে জ্ঞানের দিক থেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা।পরম্পরাগত শিক্ষার সঙ্গে আন্তর্জাতিক যোগসুত্র গড়ে তোলাই হচ্ছে এই শিক্ষানীতির মূল লক্ষ্য।