স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।রাজ্যে নিয়ন্ত্রণহীন ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বিশেষ করে আগরতলা পুরনিগম এলাকায়। সংক্রমণের হার ২০ শতাংশের উপর। যেখানে গোটা দেশে সংক্রমণ নিম্নগামী, সেখানে প্রান্তিক রাজ্য ত্রিপুরায় বাড়ছে সংক্রমণ। প্রতিদিন গড়ে ৫ জনের উপর লোক মারা যাচ্ছে। ভয়ানক চিত্র ফুটে উঠেছে রাজ্যের হাসপাতালগুলিতে। স্থান সংকোলন হচ্ছে না রাজ্যের প্রধান হাসপাতালেও। মেঝেতেও জায়গা নেই। বাড়িঘরে রয়েছে প্রচুর পজেটিভ রোগী।
প্রশ্ন দেখা দিয়েছে কেন এত ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞরা বলছে আগামী মাস পর্যন্ত আরও বাড়বে করোনা সংক্রমণের মাত্রা। তারপরে হয়তো গ্রাফ নামবে নীচে। প্রশ্ন দেখা দিয়েছে ছোট রাজ্যে কেন এত সংক্রমণ। বিশেষ করে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, বাজারগুলোতে ভিড় জমানো, বিভিন্ন পূজায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করা এবং রাজনৈতিক দলগুলোর সভা ও সমাবেশ সংক্রমণ বৃদ্ধির মূল কারন। সিপিএমের সর্বশেষ জমায়েতের পর আগরতলা শহরে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। সিপিএমের জমায়েতের পরের দিন নারী সমিতির জমায়েতে মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি। গণেশ পূজার প্রসাদ বিতরনেও মানা হয়নি কোন ধরনের স্বাস্থ্য বিধি।
বাজার থেকে শুরু করে বিয়ে বাড়িতে সরকারি বিধি উপেক্ষা করে অন্যতম কারন। লকডাউনেও ভিড় হচ্ছে বাজারগুলিতে। এসবের খেসারৎ দিতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। কার্যত গোষ্ঠী সংক্রমণের মুখে দাঁড়িয়ে রাজ্য। মৃত্যুতেও রেকর্ড গড়তে চলেছে রাজ্য। চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির গুরুতর অভিযোগ। ভর্তি রোগীদের দেওয়া হচ্ছে না কোন তথ্যই। পাচ্ছে না পরিষেবা। মুখ্যমন্ত্রী দফায় দফায় বৈঠক করলেও জিবিতে কমেনি অন্তর্ঘাত।