অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের গণ্ডি পেরিয়েছে। দেশজোড়া উদ্বেগের মধ্যেই ভারতের কোনও কোনও জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক মাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস এখনই যাচ্ছে না।
সম্ভবত, ২০২১-এও করোনা মুক্ত হতে পারব না আমরা।গুলেরিয়া বলেছেন, ২০২১-এ যে করোনা চলে যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে অসুস্থতার গ্রাফ এখনকার মত আর চড়বে না। এ প্রসঙ্গে তাঁর যুক্তি, করোনার সংক্রমণ এখন গোটা ভারতে ছড়িয়ে গিয়েছে। ছোট শহর বা গ্রামেও মানুষ সংক্রমিত হচ্ছেন। এবং সেজন্যই প্রতিদিন আক্রান্তের সংখ্যাটা এই হারে বাড়ছে।”
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে করোনা বিধি পালন করে এখন অনেকেই হাল ছেড়েছেন। যা হবে দেখা যাবে, এই মানসিকতা নিয়ে এখন আর অনেকেই করোনা বিধি মানছেন না। সেজন্যই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
তিনি জানান, জনসংখ্যা তাতে আগামী কয়েকমাসও এভাবেই বাড়তে থাকবে আক্রান্তের সংখ্যা। তারপর সেটা নিয়ন্ত্রণে আসবে। আর যদি প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যাটা হিসেব করা যায়, তাহলে আমরা নিচের দিকেই থাকব।” এখনকার অতিমারী পরিস্থিতি আগামী বছরের শুরুতে সম্ভবত আর থাকবে না। তিনি বলেছেন, সব কিছু ঠিকঠাক চললে এ বছরের শেষেই তৈরি হয়ে যাবে করোনা টিকা।