অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৫৮২ জন । আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২৩৭ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২৩৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৫৮২ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৯২৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে রবিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রবিবার সকাল পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৪১ লাখ ২৩ হাজার জন। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ৯০৬৩৩। ওই সময়ের মধ্যে গোটা দেশে মৃত ১০৬৫। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখের মাইলফলক পেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪১১৩৮১২।মৃতের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭০৬২৬। গোটা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬২৩২০।সুস্থ হয়ে উঠেছে ৩১৮০৮৬৬।