অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর ।। রাশিয়া থেকে ভারতে ফেরার পথে ইরানে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তেহরানে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন রাজনাথ।
বৈঠকের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মতবিনিময় নিয়ে আলোচনা হয়।পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা এবং আফগানিস্তানে স্থিতিশীলতা এবং স্থায়ীত্ব নিয়ে আলোচনা হয়. বর্তমান পরিপ্রেক্ষিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করে ভারতের কূটনৈতিক মহল।ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দুই দেশের মধ্যে বহু যুগ পুরনো সাংস্কৃতিক এবং ঐতিহ্য গত আত্মিক যোগের বিষয়টিতেও গুরুত্ব দিয়েছে দুই নেতা। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের যে বহু প্রাচীনকাল থেকে যোগসুত্র রয়েছে তার ওপর গুরুত্ব দিয়েছেন রাজনাথ সিং।