বার্মিংহাম শহরে প্রকাশ্যে ছুরি হাতে তাণ্ডব, একজনের মৃত্যু, সাতজন জখম

অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।ইংল্যান্ডের বার্মিংহাম শহরে প্রকাশ্যে ছুরি হাতে তাণ্ডব চালাল এক দুষ্কৃতী। তার দু’ঘণ্টার তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন জখম হয়েছেন । রবিবারের এই ভয়ংকর পরিস্থিতিকে ‘বড়সড় ঘটনা’বলেই ব্যাখ্যা করল ব্রিটিশ পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একাই ছিল। তার সঙ্গে সন্ত্রাসবাদীদের বা অন্য কারও যোগ ছিল না বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি চলছে। এ বিষয়ে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের চিফ সুপারিন্টেন্ডেন্ট স্টিভ গ্রাহাম জানিয়েছেন, ‘এই হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এক পুরুষ ও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। আরও পাঁচজন জখম হলেও, তাঁদের জীবনের ঝুঁকি নেই। অভিযুক্ত ব্যক্তি হামলা শুরু করে লিভারি স্ট্রিট থেকে। এরপর আর্ভিং স্ট্রিট ও পরে হার্স্ট স্ট্রিটে হামলা চালায় সে। এই ঘটনা মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক ও ভয়ানক। হতাহতদের মধ্যে কোনওরকম যোগাযোগ বা সম্পর্ক নেই। ফলে মনে হচ্ছে, এলোপাথাড়ি হামলা চালানো হয়েছে। কে এই ঘটনার জন্য দায়ী এবং ঠিক কী হয়েছে, সেটা জানার চেষ্টা চালাচ্ছি আমরা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ট্যুইট করে হতাহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জরুরি বিভাগের আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?