স্টাফ রিপোর্টার,আগরতলা, ৫ সেপ্টেম্বর।।শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর বটতলা এলাকায় অভিযান চালায়। বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্টে এইদিন অভিযান চালায় পুলিশ।
দীর্ঘ দিন ধরে পুলিশের নিকট গোপন খবর ছিল যে বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্টে অবৈধ ভাবে নেশা সামগ্রী সেবন করে একাংশ মাদকাসক্ত লোক। দিন দুপুরের এই সকল রেস্টুরেন্টে বসে মদ্যপান করে একাংশ মানুষ। সেই সংবাদের ভিত্তিতে এইদিনের অভিযান চালানো হয়। পুলিশ এইদিনের অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুই জন রেস্টুরেন্ট মালিক বলে জানা গেছে।
বাকিরা রেস্টুরেন্টে বসে মদ্যপান করেছে। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান অভিযানকালে অনেকে পালিয়ে গেছে। ৬ জনকে আটক করা হয়েছে। একাধিক রেস্টুরেন্ট থেকে উদ্ধার হয়েছে বিলেতি মদ সহ খালি মদের বোতল। সেইগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।