অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।আগের সূচি মেনেই সংযুক্ত আরব আমিরশাহিতে হতে যাওয়া আইপিএলে প্রথম ম্যাচে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর। রবিবার আইপিএল কমিটি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দিয়েছে। ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে। আবু ধাবিতে হবে ২০টি ম্যাচ এবং শারজায় হবে ১২টি ম্যাচ।
রবিবার ভারতীয় বোর্ড এই সূচি প্রকাশ করে জানিয়েছে, আগের মতোই বিশেষ জৈব সুরক্ষিত পরিবেশেই সমস্ত ম্যাচ হবে। ভারতীয় সময় রাত ৮.০০টায় ম্যাচ দেখা যাবে। যেদিন দুটি করে ম্যাচ থাকবে, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে। ফাইনাল কোন মাঠে হবে, তা পরে জানানো হবে।