অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।। পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সমরসজ্জা মোতায়েন করেছে চিন।আকাশ পথে ভারতকে টেক্কা দেওয়ার জন্য লাদাখের কাছে হোটন বিমানঘাঁটি এবং তিব্বতের গোগার বিমানঘাঁটিতে সম্প্রতি ব্যাপক পরিমাণে আধুনিকীকরণ করা হয়েছে। যেকোনও সামরিক পরিস্থিতিতে ভারতকে যোগ্য জবাব দেওয়া যায় সেই লক্ষ্যে এই দুই বিমানঘাঁটিতে যুদ্ধবিমান রাখার জন্য নতুন করে হ্যাঙ্গার তৈরি করা হয়েছে।
গোটা এলাকাটি পার্বত্য অঞ্চল হওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছে চিন। সহজেই যেকোন হামলার থেকে এই বিমানঘাঁটিগুলিকে রক্ষা করা যাবে বলে মনে করছে বেজিং। প্রতিটি বিমানঘাঁটিতে ৩৬ করে যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। হোটন বিমানঘাঁটি দিয়ে গোটা লাদাখের উপর আক্রমণ চালানো সম্ভব।
অন্যদিকে, গোগার বিমানঘাঁটির মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের ওপর আঘাত আনতে পারবে চিন। চিনের এই কৌশলকে ব্যর্থ করতে তৎপর ভারত।বায়ুসেনার প্রস্তুতি তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।