অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।। ২০১৪ থেকে ২০১৭। তিনি বছর তিনি ছিলেন লিওনেল মেসির গুরু। খুব কাছ থেকে দেখেছেন আর্জেন্তিনীয় তারকাকে। সেই লুইস এনরিকে জানিয়ে দিলেন, মেসি কখনও বার্সেলোনার চেয়ে বড় হতে পারেন না। তিনি একটা সময়ের পরে ফুটবল থেকে অবসর নেবেন। বার্সেলোনা তার মতো করে এগিয়ে চলবে। বরং মেসিকে ছেড়ে দিলেই ক্লাব ঠিক সিদ্ধান্ত নিত বলে মনে করেন তিনি।
এই মুহূর্তে এনরিকে স্পেন দলের ম্যানেজার। প্রাক্তন বার্সেলোনা তারকা বলেছেন, “বিষয়টা খুবই স্পর্শকাতর। তবে আমি বরাবর মেনে এসেছি, খেলোয়াড়দের চেয়ে ক্লাব অনেক বড় একটা ব্যাপার। মনে রাখতে হবে ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্লাব এবং সেরা সমস্ত খেতাব জিতেই বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নিঃসন্দেহে মেসির সঙ্গে বার্সেলোনার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। লিও ক্লাবকে অনেক সাফল্যও দিয়েছে। এবং ওর জন্য বার্সেলোনার খ্যাতি আকাশচুম্বী। কিন্তু তার পরেও বলব, মেসিকে ছেড়ে দিলেই ভাল হত। ক্লাব সেই জায়গায় সহমত প্রকাশ করতে পারলে ভাল হত।”
কিন্তু কেমন এমন কথা বলছেন এনরিকে? তিনি বলেছেন, “হয়তো আরও কিছুদিন ফুটবল খেলবে মেসি। তার পরে তো ওকে অবসর নিতেই হবে। কিন্তু ক্লাব তার লক্ষ্যে এগিয়ে চলবে। মেসিকে বাদ দিয়েও অনেক খেতাব জিতবে। এবং সেটাই সমস্ত ক্লাবের নিয়ম। এভাবেই সব কিছু এগিয়ে চলে। তাই আমার মনে হয়েছে, মেসিকে ছেড়ে দিলে সকলেরই ভাল হত। ক্লাব তার জায়গা থেকে কেন নিজেকে সরাতে যাবে!”
অনেকেই মনে করছেন, মেসি ক্লাবে থেকে যাওয়ার কথা জানিয়ে দেওয়ায় এবার হয়তো প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে প্রেসিডেন্ট জোশেপ মারিয়া বার্তোমেউকে। বিশেষ করে, মেসি সরাসরি ক্লাবের বিপর্যয় এবং তাঁর বার্সা ছাড়ার জন্য আঙুল তোলায়। তবে স্প্যানিশ মিডিয়ার একাংশ মনে করছে, মেসিকে ধরে রাখার লক্ষ্যে সফল বার্তোমেউ। ফলে আগামী বছর ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করার ঝুঁকি নেবেন এবং হয়তো আবার ক্ষমতায়ও ফিরে এসে নতুন ভাবে ক্লাবের প্রশাসনে নিজের ক্ষমতা করায়ত্ত করার চেষ্টা করবেন।