অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর ।। রাজস্থানে মূখ বধির দলিত নাবালিকাকে গণধর্ষণকাণ্ডে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।অশোক গেহলটের সরকারকে কটাক্ষ করে মায়াবতী জানিয়েছেন, দলিত বিরোধী মানসিকতা ত্যাগ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক রাজস্থান সরকার।
রাজস্থানে দৌসার বিগ্রি গ্রামে মূক-বধির নাবালিকাকে গত ৪ আগস্ট গণধর্ষণ করা হয়। এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে গ্রেফতার করে উঠতে পারেনি রাজ্য পুলিশ।ধর্ষিতার পরিবারের দাবি সেখানকার স্থানীয় কংগ্রেস নেতৃত্ব অপরাধীদের রক্ষা করে চলেছে। এ বিষয়ে সরব হয়েছেন মায়াবতী।
দোষীদের শাস্তির ব্যবস্থা দাবি কছেন তিনি। পাশাপাশি রাজস্থান সরকার যে দলিত বিরোধী মানসিকতা নিয়ে চলছে তার ওপর আলোকপাত করে তিনি জানিয়েছেন যে এই দলিত বিরোধী মানসিকতার ত্যাগ করে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক।